ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৮.৫৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৮.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 547457 জন

  • নিউজটি দেখেছেনঃ 547457 জন
বোয়ালখালীতে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালীতে নিজ শয়নকক্ষ থেকে ইনজামুল হক বাবু (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত ইনজামুল হক বাবু ওই এলাকার শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে। তিনি নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।


নিহতের বড় ভাই এমদাদুল হক বলেন, বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাবু তার ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে মা জকিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।


খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৮.৫৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৮.৫৭ অপরাহ্ন