ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে রাজমিস্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার, সহকারী দুই শ্রমিক লাপাত্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
রবিবার, ২৯ জুন ২০২৫, ১০.১৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ১০.১৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 519297 জন

  • নিউজটি দেখেছেনঃ 519297 জন
তিতাসে রাজমিস্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার, সহকারী দুই শ্রমিক লাপাত্তা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।


রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সাতানি ইউনিয়নের রায়পুর পশ্চিম পাড়া গ্রামের দ্বীন ইসলামের নির্মাণাধীন ভবন থেকে এ লাশ উদ্ধার করা হয়। 


সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত রাজমিস্ত্রী ও তার সহকারী দুই শ্রমিক নির্মাণাধীন বাড়িটির কাজ করছিলেন। রোববার সকালের দিকে ভবনটির দ্বিতীয় তলায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।


স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, নিহতের নাম মোস্তফা মিয়া (৫৫)। তিনি রংপুর জেলার মাহিগঞ্জ থানার বাসিন্দা। তিতাসে থেকে তিনি চুক্তিভিত্তিক রাজমিস্ত্রীর কাজ করতেন। তার সঙ্গে আরও দুইজন সহকারী শ্রমিক ছিলেন, যাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই দুই সহকারী শ্রমিককে লাপাত্তা।


স্থানীয়দের ধারণা, নিখোঁজ থাকা ওই দুই সহকারী শ্রমিকই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তার সঙ্গে আরো দুইজন শ্রমিক ছিল, তারা এখন নাই। ধারণা করা হচ্ছে, তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
রবিবার, ২৯ জুন ২০২৫, ১০.১৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ১০.১৮ অপরাহ্ন