ঢাকা
খ্রিস্টাব্দ

হাইওয়ে পুলিশ রংপুরের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
সোমবার, ৩০ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 524024 জন

  • নিউজটি দেখেছেনঃ 524024 জন
হাইওয়ে পুলিশ রংপুরের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অন্তর্গত হাতীবান্ধা হাইওয়ে থানায় এলাকায়  গতরাতে ২৯/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত্রি অনুমান ২৩.৩০ ঘটিকায়  অফিসার  ইনচার্জ  পুলিশ পরিদর্শক আবু সাঈদের  নেতৃত্বে  রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে লালমনিহাট জেলার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার নামক স্থানে চার্জার ভ্যান তল্লাশি করিয়া ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


একই সাথে মাদক ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে  ভ্যানের যাত্রী আসামি ১। মোঃ আলী হোসেন (২৬), ২। মোঃ কামরুজ্জামান (২৮) এবং ভ্যান চালক ৩। মোঃ শহিদুল ইসলাম (৪৫)  গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে। 


এ সংক্রান্তে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সীমান্তবর্তী হাইওয়ে থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে হাতীবান্ধা, তেতুলিয়া  এবং বোদা হাইওয়ে থানা এলাকায় ইতিমধ্যে চেকপোষ্টের কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি মাদক উদ্ধারে স্থানীয় জনসাধারণ, অটোচালক এবং  ড্রাইভার দের সহযোগিতা কামনা করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
সোমবার, ৩০ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫, ১০.১২ অপরাহ্ন