ঢাকা
খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ
লংগদু (রাঙ্গামটি)
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.১৯ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 502069 জন

  • নিউজটি দেখেছেনঃ 502069 জন
উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আজ বুধবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটির লংগদু উপজেলার নব যোগদানকৃত নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,  ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সহকারী কমিশনার (ভুমি) কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার সেকেন্ড অফিসার মেজবাহ উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  (বিএনপি) সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, জাতীয়তাবাদী দলের উপজেলা সেক্রেটারী মোঃ আবুল কালাম আজাদ, জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম সমিতির প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারি ও প্রধান উপদেষ্টা,  স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, হেডম্যান-কার্বারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিম্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। 


আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  জাহাঙ্গির হোসাইন তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ
লংগদু (রাঙ্গামটি)
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.১৯ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ