ঢাকা
খ্রিস্টাব্দ

আরও ৬০ দিন বৃদ্ধি করলো চিটাগাং চেম্বারের প্রশাসকের মেয়াদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 517179 জন

  • নিউজটি দেখেছেনঃ 517179 জন
আরও ৬০ দিন বৃদ্ধি করলো চিটাগাং চেম্বারের প্রশাসকের মেয়াদ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক জারীকৃত পত্রে মেয়াদ বৃদ্ধির বিষয়টি অবহিত করা হয়। পত্রে বলা হয়- “চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের মেয়াদ উত্তীর্ণের তারিখ ০৮/০৭/২০২৫ হতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৬০ (ষাট) দিন নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।” 


চেম্বারের নিয়মিত কার্যক্রম পরিচালনাসহ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র স্মারক নং-এন/এডিএসি/২৪/২৪৩ তারিখ: ২৩ জুন ২০২৫ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় এর কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণের প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে আরও ৬০ দিন বৃদ্ধি করা হয়। 


গত বছরের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্য পদত্যাগ করায় বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ৯ সেপ্টেম্বর ২০২৪ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক নিয়োগ আদেশ জারী করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ