ঢাকা
খ্রিস্টাব্দ

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1038224 জন

  • নিউজটি দেখেছেনঃ 1038224 জন
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাতে সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাটে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে ৯নং আমুচিয়া ইউনিয়ন এবং ১০ নং করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।


আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, পৌরসভা বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, মো. সিরাজুল ইসলাম, এসকান্দর মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, মো. শহীদুল আলম, মো. হারুনুর রশীদ, মো. জাফর ও মো. রেজাউল করিম মিন্টু প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ