ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে শখের বসে যুবকের মাছ চাষ, দুর্বৃত্তদের নিষ্ঠুরতায় সব স্বপ্ন ধূলিসাৎ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩.১৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 983546 জন

  • নিউজটি দেখেছেনঃ 983546 জন
ভূঞাপুরে শখের বসে যুবকের মাছ চাষ, দুর্বৃত্তদের নিষ্ঠুরতায় সব স্বপ্ন ধূলিসাৎ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে শখের বসে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জাকারিয়া হোসেন (৩২)। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে দুর্বৃত্তদের নিষ্ঠুরতায়। রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা মাছগুলো মেরে ফেলেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।


ভুক্তভোগী জাকারিয়া হোসেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয় পূর্বপাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুর বারীকের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাকারিয়া ৮০ হাজার টাকা দিয়ে কয়েক বছরের জন্য পুকুরটি চুক্তিবদ্ধ করেন। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম করে তিনি পুকুরে ১০ প্রজাতির মাছ চাষ করছিলেন। কিন্তু (১২ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে তিনি পুকুরের পানিতে ভাসতে থাকা মৃত মাছ দেখতে পান। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।


স্থানীয় কাইয়ুম বলেন, জাকারিয়া অনেক কষ্ট করে এই মাছ চাষ করছিল। তার সফলতা দেখে আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছিলাম। কিন্তু যারা এই কাজ করেছে, তারা খুবই অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা।


জাকারিয়া হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে এই মাছ চাষ শুরু করেছিলাম। আমার জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছি। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। কে বা কারা এমন শত্রুতা করল, বুঝতে পারছি না। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা এসেছিলো দেখতে। আমি এখন এর বিচার চাই।


এ বিষয়ে ভূঞাপুর থানার (এএসআই) সুমন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টা ওসি স্যারকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমারা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩.১৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩.১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ