ঢাকা
খ্রিস্টাব্দ

ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ইউনূসের কাতার ত্যাগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.২৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 842895 জন

  • নিউজটি দেখেছেনঃ 842895 জন
ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ইউনূসের কাতার ত্যাগ
ফাইল ছবি।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে কাতারের স্থানীয় সময় অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।



বিদায়ের সময় কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।



প্রত্যাশা করা হচ্ছে, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন প্রফেসর ইউনূস। সেখানেই তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার স্কয়ারে যাবেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।


ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন কার্ডিনাল মাউরো গামবেটি, যিনি সেন্ট পিটার ব্যাসিলিকার জেনারেল এমিনেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন।  


শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এই সফর শেষে তিনি রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.২৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১.২৬ অপরাহ্ন