ঝিনাইদহের কালীগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিক্রির অভিযোগ উঠেছে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ১৫ জুন বিকেলে এসব চাল বিক্রি করা হয়েছে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের একটি দোকানে। শুক্রবার (২১ জুন) সকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দুইদিন আগে (১৫ জুন) কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ৪টি নসিমনে করে ২৬৪ বস্তা খাদ্য অধিদপ্তরের স্টিকারযুক্ত ভিজিএফের চাল নিয়ে যাওয়া হয় মহেশপুরের খালিশপুর বাজারে।
এ সময় একটি গাড়ির চালকের কাছে তিনটি বিলি আদেশ (ডিও) পাওয়া গেছে। আদেশগুলোতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু (তৃতীয় লিঙ্গ) ও মালিয়াট ইউপি আজিজুর রহমান খানের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে রাজু আহমেদ রনি লস্করের জন্য ২.৫ মেট্রিক টন, নজরুল ইসলাম ঋতুর (তৃতীয় লিঙ্গ) জন্য ৩ মেট্রিক টন ও আজিজুর রহমান খানের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ভিডিওতে গাড়িচালক বলেন, ‘কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে চাল নিয়ে মহেশপুরের খালিশপুর বাজারের দীপু দাদার দোকানে নিয়ে যাচ্ছিলাম।
এটাই শেষ গাড়ি। এর আগে ৩ গাড়ি গিয়েছে। মোট ৪ গাড়ি চাল বেরিয়েছে। প্রতি গাড়িতে ৬৬ বস্তা চাল।
ভিডিও ধারণ করা যুবক রাকিবুল ইসলাম রকি বলেন, ‘গত শনিবার (১৫ জুন) বিকেল ৫ টার দিকে সরকারি ভিজিএফের চাল নিয়ে যাওয়ার ভিডিওটি ধারণ করি। ৪টি গাড়িতে এ চাল নিয়ে যাওয়া হয়েছে। দরিদ্র মানুষের জন্য বিশেষ বরাদ্দের এ চাল না দিয়ে বিক্রি করা হয়েছে।’
নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান, তিনি বিষয়টি জানেন না। ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর কাছে জানতে চাওয়া হলে তিনি ফোনে কিছুই বলবেন না বলে জানান।
সরাসরি ইউনিয়নে আসলে সব বলবেন। মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খানের মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান শিহাব বলেন, ‘গত ১৫ জুন সরকারি বরাদ্দের চাল গুদাম থেকে দেওয়া হয়েছে। ডিও লেটার দেখালে আমরা চাল প্রদান করি। এখন এই চাল কে কোথায় বিক্রি করেছে সেটা আমি জানি না।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেটি ভিজিএফ না অন্য কোন বরাদ্দের চাল তা নিশ্চিত হওয়া যায়নি।