মাদারীপুরের শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (১২) নামে এক শিক্ষার্থী নিখোঁজ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নিখোঁজের ঘটনায় সাদিয়ার মা শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৩ ই আগস্ট) সকালে সাদিয়া প্রতিদিনের মতো পড়াশোনার জন্য শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে নির্ধারিত সময়ের শেষে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে স্কুলের সহকারী শিক্ষক মোঃ মজিবর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, "নিখোঁজ স্কুলছাত্রীর বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়েছি। ইতিমধ্যে মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।