ঢাকা
খ্রিস্টাব্দ

‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1867056 জন

  • নিউজটি দেখেছেনঃ 1867056 জন
‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট
ছবি : সংগৃহীত

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর  স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন পত্নী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অনুষ্কার প্রতি তার ভালবাসার কথা জানিয়ে এবার সেই বার্তার জবাব দিলেন স্বামী কোহলি।এটাও লিখেছেন, আনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না।



কোহলি সেই পোস্টে লিখেছেন, “তুমি (আনুশকা) না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার।  ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।”


আনুশকা ইনস্টাগ্রামে বিরাটের একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সঙ্গে আনুশকা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন