ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1870838 জন

  • নিউজটি দেখেছেনঃ 1870838 জন
ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার বাগদাবাজারের নাসিরাবাদ (বগুড়া পাড়া) এলাকার আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০), জাহিদ শেখ (১৬) ও নাসিরাবাদ পূর্বপাড়া এলাকার গুলান শেখের ছেলে সাকিল শেখ (২০)।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন