ঢাকা
খ্রিস্টাব্দ

হৃদয়-মোস্তাফিজরা বাদ, প্লে-অফে শরিফুল ও তাসকিনের দল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1848647 জন

  • নিউজটি দেখেছেনঃ 1848647 জন
হৃদয়-মোস্তাফিজরা বাদ, প্লে-অফে শরিফুল ও তাসকিনের দল
ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৫ ম্যাচ পর খেলতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। লিগ পর্বে শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে শূন্য রানেই ফেরেন হৃদয়। তবে এই ম্যাচে ২৮ রানে জয় পায় ডাম্বুলা।


মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি হারিয়ে ১২৩ রানে অলআউট হয় ডাম্বুলা সিক্সার্স। দলের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। পাঁচ নম্বরে নেমে ৩ বল খেলে শূন্যতে ফেরেন হৃদয়। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র ১ রান করেছিলেন হৃদয়।


তবে সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। ১৮ দশমিক ১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলম্বো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।


এতে ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে ডাম্বুলার।



এদিকে সমান ম্যাচে ডাম্বুলার সমান ৩ জয়ে নেট রানরেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস।


আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের দলও শেষ চারে উঠেছে। ৮ ম্যাচে ৪ জয়ে ০ দশমিক ৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে কলম্বো স্ট্রাইকার্স।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ