নেপালের তানাহুন জেলার মারস্যাংদিতে একটি ভারতীয় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার নিউজ এজেন্সি পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বাসটি পোখারা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।
নেপালের তানাহুন জেলার আয়না পাহাড়ায় দুর্ঘটনাটি ঘটে। ভারতের নিবন্ধিত বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বাসটি নদীতে পড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলা পুলিশ অফিস তনাহুনের ডিএসপি দীপকুমার রায় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেট বহনকারী যাত্রীবাহী বাসটি নদীতে পড়ে গেছে এবং নদীর তীরে বাসটি এখন পড়ে আছে।
উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় রাজ্যের কেউ জড়িত কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছে। মহারাজগঞ্জের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নেপালে পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উদ্ধার প্রচেষ্টার সমন্বয় করবেন।
এদিকে আর্মড পুলিশ ফোর্স নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ ফোর্সের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।