ঢাকা
খ্রিস্টাব্দ

‘সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1900213 জন

  • নিউজটি দেখেছেনঃ 1900213 জন
‘সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল’
ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসায় আজ রবিবার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।


রবিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ থাকবে। এমনকি বঙ্গবন্ধু টানেল আজকে সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।


প্রতিমন্ত্রী  মহিববুর রহমান আরও বলেন, 'ঝড়ের কারণে সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা মনে করি বৃষ্টিপাতের জন্য সারাদেশই ক্ষতিগ্রস্ত হবে।'


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন