ঢাকা
খ্রিস্টাব্দ

এভারেস্টজয়ী বাবর আলীসহ মঙ্গলবার চবিতে আসছে ৮ বিশিষ্টজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1898511 জন

  • নিউজটি দেখেছেনঃ 1898511 জন
এভারেস্টজয়ী বাবর আলীসহ মঙ্গলবার চবিতে আসছে ৮ বিশিষ্টজন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : সম্প্রতি এভারেস্ট জয় করা ডা. বাবর আলী, স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খানসহ ৮ বিশিষ্টজনকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৪ জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি'।  


'একটি নতুন আগামী' প্রতিপাদ্যে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে আয়োজিত হবে এ অনুষ্ঠান।

 

এতে বিজ্ঞান, গবেষণা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।

 

আগামী ৪ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে অনুষ্ঠেয় এ আয়োজনে নিজেদের জীবনের গল্প শোনাবেন-স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন