ঢাকা
খ্রিস্টাব্দ

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1891159 জন

  • নিউজটি দেখেছেনঃ 1891159 জন
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ তরুণ-তরুণী আটক
ছবি : সংগৃহীত

ফরিদপুর : ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ছয়জন যুবক ও ১০ জন যুবতী।


শুক্রবার (৩১ মে) বিকেলে ফরিদপুর শহরের ‘হোটেল গার্ডেন ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়।  


তিনি আরও জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ছয়জন তরুণকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন