আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব) প্রথম স্থান অর্জন করায় খাগড়াছড়ির গুইমারার রনির হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২ জুন) দুপুরে গণভবনে রনির হাতে পুরষ্কার তুলে দেন তিনি।
পুরস্কারপ্রাপ্ত রনি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার খোকনের সন্তান এবং গুইমারা সরকারি কলেজের ছাত্র।
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করায় রনিকে অভিনন্দন জানিয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, এরকম অর্জনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাবে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা।