ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীর খামার থেকে ১৩ গরু লুটে জড়িত দুজন গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1888366 জন

  • নিউজটি দেখেছেনঃ 1888366 জন
ফেনীর খামার থেকে ১৩ গরু লুটে জড়িত দুজন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ১৩টি গরু লুটের ঘটনার মূল হোতা সোলেমান ও তার সহযোগী কামালকে র‌্যাব-৭ চট্টগ্রামের চাঁদগাঁও থেকে বুধবার (১২ জুন) রাতে গ্রেপ্তার করেছে। দুজনকে আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে দাগনভূঞা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


র‌্যাব জানায়, দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে কোরাইশমুন্সি-ফেনী সড়কের পাশে গড়ে ওঠা খাঁন অ্যাগ্রো খামারে কোরবানির ঈদে বিক্রির জন্য ২১টি গরু রাখা ছিল। সংঘবদ্ধ ২০-২৫ জন দুর্বৃত্ত গভীর রাতে মুখোশ পরে নৈশপ্রহরী আহমেদ ও আবদুর রহমানকে মারধর করে বেঁধে রেখে ১৩টি গরু লুট করে নিয়ে যায়। এই গরুর দাম প্রায় ২৫ লক্ষাধিক টাকা। গরু লুটের বিষয়ে খাঁন অ্যাগ্রো ফার্মের মালিক মো. দাউদ খাঁন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।  


ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব দায়িত্ব নিয়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, খামারে গরু লুটের হোতা ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের সেকান্দরের ছেলে আসামি সোলাইমান ও তার সহযোগী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গাংরা গ্রামের আবদুল হালিমের ছেলে জামাল হোসেন মানিক চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকায় অবস্থান করছেন। র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  


তারা জিজ্ঞাসাবাদে ওই লুটে জড়িত বলে স্বীকারোক্তি দেন। সোলাইমানের বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা, জামাল হোসেন মানিকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম আসামিদের র‌্যাব হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন