ঢাকা
খ্রিস্টাব্দ

১০ ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা তু‌লে নি‌ল ওমান, ৫ ভিসায় নেবে কর্মী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1885270 জন

  • নিউজটি দেখেছেনঃ 1885270 জন
১০ ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা তু‌লে নি‌ল ওমান, ৫ ভিসায় নেবে কর্মী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ওমান সরকার। বুধবার (১২ জুন) ঢাকায় নিযুক্ত ওমান দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।


দক্ষকর্মীর মধ্যে রয়েছে, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক ও হিসাবরক্ষক। আপাতত এই পাঁচটি ভিসায় কর্মী নিবে ওমান।


এ ছাড়া ফ্যামিলি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, বিনিয়োগকারী, সকল ধরণের অফিসিয়াল ভিসা ও উচ্চ-আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসা দিবে ওমান।

 

প্রেস বিজ্ঞপ্তিতে ওমান দূতাবাস থেকে বলা হয়, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ঢাকাস্থ ওমান দূতাবাস শ্রেণিভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়াল ওমান পুলিশের সাথে সমন্বয় করবে। আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারী তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই বাছাইয়ের জন্য দূতাবাসে জমা করতে হবে।


 প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে দূতাবাস আশ্বস্থ করতে চায় যে এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও ওমানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈকিত সিদ্ধান্ত যা কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রম বাজার সমীক্ষা ও পর্যালোচনার চলমান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন