ঢাকা
খ্রিস্টাব্দ

লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ: বেজে উঠলো সাইরেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1672140 জন
  • নিউজটি দেখেছেনঃ 1672140 জন
লেবানন থেকে  ইসরায়েলে রকেট নিক্ষেপ:  বেজে উঠলো সাইরেন
প্রতীকি ফাইল ছবি।


হাইফা, ইসরায়েল: লেবানন থেকে পাঁচটি রকেট হাইফা শহরে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ওই অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কয়েকটি রকেট আটকাতে সক্ষম হলেও বাকিগুলো খোলা জায়গায় পড়ে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে লেবানন থেকে এই রকেট হামলা চালানোর বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


এদিকে, হামলার পর হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাইফা ছাড়াও আশেপাশের শহর ও গ্রামে সাইরেনের আওয়াজ শোনা গেছে।


অন্যদিকে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দাবি করেছে, যেখানে তারা একটি "গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু"র বিরুদ্ধে ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনীও জানিয়েছে, লোহিত সাগর অঞ্চলে একটি সন্দেহজনক বিমানকে ধ্বংস করা হয়েছে, যা পূর্ব দিক থেকে প্রবেশ করেছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ