ঢাকা
খ্রিস্টাব্দ

শ্রীদেবী ও মাধুরী একসঙ্গে কাজ করলেও একে অপরের মুখ দেখতেন না !

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1481861 জন
  • নিউজটি দেখেছেনঃ 1481861 জন
শ্রীদেবী ও মাধুরী একসঙ্গে কাজ করলেও একে অপরের মুখ দেখতেন না !
ছবি : সংগৃহীত

এক সময় চর্চায় ছিল বলিউডের দুই অভিনেত্রী শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের মন কষাকষি। কে হবেন বলিউডের শীর্ষ নায়িকা? সেই সময় তাই নিয়ে চলত চুলচেরা বিশ্লেষণ। 


দু’জনের এই প্রতিযোগীতার কারণে কখনোই নাকি সম্পর্ক ভালো ছিল না দুই অভিনেত্রীর মাঝে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্টো সুর গাইলেন মাধুরী। 


মাধুরী জানান, শ্রীদেবীর সঙ্গে তার কোনও বিবাদ ছিল না। তবে শ্রীদেবীর প্রতি তার সর্বদা অগাধ শ্রদ্ধা ছিল। 



মাধুরীর কথায়, ‘আমরা একে অপরকে অনেক সম্মান করতাম এবং প্রশংসা করতাম। একজন অভিনেত্রী হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা ছিল, কারণ তিনি অনেক ভাষায় কাজ করেছেন, এবং সেগুলিতে তিনি সফল ছিলেন। আমরা কখনই একসঙ্গে কাজ করিনি। একটি ছবিতে একসঙ্গে ছিলাম যা আমরা অনেক আগে করেছি, কিন্তু তারপরেও আমাদের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না।’



মাধুরী বলেন, ‘পুকার ছবির প্রযোজনায় ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। কিন্তু সেই ছবির সেটেও আমাদের মধ্যে খুব বেশি আলাপচারিতার সুযোগ হয়নি, কারণ তিনি তার কাজ করছিলেন এবং আমি আমার কাজ করছিলাম। শ্রীদেবী আমার অনেক আগে বলিউডে পা রেখেছিলেন। আমি তখন খুব ছোট, যখন তার প্রথম ছবি মুক্তি পায়। তাই আমাদের মধ্যে কোনওদিন দ্বন্দ্ব ছিল না। এইসব গুজব মনগড়া।’


শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের দ্বন্দ্বকে মাধুরী গুজব বলে দাবি করলেও বি টাউনে সবার কাছেই এই খবর ছিল ওপেন সিক্রেট। দু’জন অভিনেত্রী যে একে অপরের মুখও দেখতে চাইতেন না, সেটা জানতেন সকলেই।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :
সর্বশেষ সংবাদ