ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 986098 জন

  • নিউজটি দেখেছেনঃ 986098 জন
পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণত শিক্ষার্থীরা।


সোমবার দপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করে। সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার,  মাশরুক ইমন, ইমরান শেখ। এছাড়াও তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেয়।


এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? মানুষের শরীরের কোন একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমারা এখানে এসেছি। আছিয়া ধর্ষন কিংবা এর আগে তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে কিন্তু দোষীদের বিচার হচ্ছে না। 


অন্যদিকে বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োজন কলেজ ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম হাসান বাপ্পি, সহসভাপতি রেহান রাজু, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, সালাউদ্দিন কুমার প্রমুখ। 


সময় বক্তারা বলেন,  দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন