ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 893279 জন

  • নিউজটি দেখেছেনঃ 893279 জন
ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভূঞাপুর রেলস্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


রাকিব পাশ্ববর্তী কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ভূঞাপুর স্টেশনের রেললাইনে এক যুবক মাদক সেবন করছিল। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে।


এ ব্যাপারে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেন ভূঞাপুর রেল স্টেশনে আসার সাথে সাথেই সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহত যুবকটি মাদকাসক্ত ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ