ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.০৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.০৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 851189 জন

  • নিউজটি দেখেছেনঃ 851189 জন
চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডিত খোকন উদ্দিন (২৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা।


আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।


মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, আসামি খোকন উদ্দিনের প্রতিবেশী ছিলেন ওই কিশোরী। ২০২৩ সালের ৯ মে ওই কিশোরীকে খোকন তার মা ডাকছে জানিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই কিশোরী সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করেন খোকন।


এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.০৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১.০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ