ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা রিয়াজকে শোকজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1909840 জন

  • নিউজটি দেখেছেনঃ 1909840 জন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা রিয়াজকে শোকজ
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৫ মের মধ্যে তাকে এই নোটিশের জবাব দিতে হবে। 


সোমবার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াজকে শোকজের কথা জানানো হয়।


নোটিশে বলা হয়, সাম্প্রতিককালে আপনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনোভাবেই বহন করবে না। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে দলের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক উপযুক্ত ও যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী ১৫ মের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।


সম্প্রতি দলের একই শাখার এক সদস্য কাউন্সিলরের সঙ্গে ফোনে কথোপকথন হয় রিয়াজের। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেছেন, এটি ১০ লাখ টাকা লেনদেনের বিষয়ে। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি সুরাহা করতে ব্যাখ্যা জানতে চেয়েছে আওয়ামী লীগ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন