ঢাকা
খ্রিস্টাব্দ

'তালাবদ্ধ' প্যাসিফিকে কাজে ফেরার অপেক্ষায় শ্রমিকরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1068731 জন

  • নিউজটি দেখেছেনঃ 1068731 জন
'তালাবদ্ধ' প্যাসিফিকে কাজে ফেরার অপেক্ষায় শ্রমিকরা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের দুটি ইউনিট দুই দিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ ঘোষণার প্রথমদিনে (গত সোমবার) কারখানার সামনে শ্রমিকদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিনও এমন আশঙ্কা থাকলেও ‘তালাবদ্ধ’ কারখানার সামনে মঙ্গলবার সকাল থেকে শুনসান নীরবতা।


মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সোমবার শ্রমিকদের দুপক্ষে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেপজার পক্ষ থেকে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক শ্রমিকদের সাথে কথা বলেন। এরপর অধিকাংশ শ্রমিক সিইপিজেড এলাকা ত্যাগ করে চলে যান। আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত ইপিজেডের ভেতরে প্যাসিফিক ক্যাজুয়ালসের কোনো শ্রমিক আসেননি।


শ্রমিকরা জানিয়েছেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছ থেকে কারখানা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। তাই আজ (মঙ্গলবার) আর কারাখানায় যাননি তারা। বুধবার কারখানায় যাবেন তারা। তবে কারখানা চালুর বিষয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের কাটিং বিভাগের শ্রমিক মো. সাকিব বলেন, সোমবার বেপজা থেকে আমাদের বলা হয়েছে, উনারা মালিকপক্ষের সাথে কথা বলেছেন। মালিকপক্ষ দুয়েকদিন পর কারখানা চালু করবেন। আমাদেরকে আজ কারখানায় না গিয়ে আগামীকাল যাওয়ার জন্য বলেছেন। তাই আমরা আজকে আর কেউ যাইনি। আগামীকাল সবাই যাব।


এ প্রসঙ্গে কথা বলতে প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমিদের মুঠোফোনে মঙ্গলবার সকালে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দিলেও সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিকদের আন্দোলন দেখে আমরা কারখানাটির মালিকের সঙ্গে কথা বলেছি। উনারা দুয়েকদিনের মধ্যে কারখানা চালু করবেন বলে আমাদের জানিয়েছেন। সেই হিসাবে আমরা একদিন সময় নিয়ে পরদিন শ্রমিকদের যোগাযোগ করতে বলেছি।


এর আগে ৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৯ অপরাহ্ন