যা নৈতিক তাই ধর্ম,আর যা অনৈতিক তাহা অর্ধম,যিনি নৈতিক পথে চলেন বা নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সবসময় লড়াই করেন তাদের মৃত্যু নাই, আমরা জানি মাদক গ্রহন করে পূজা-অর্চনা ও ডি জে বাঁজিয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন ইত্যাদি অর্ধমের লক্ষ্মণ, এবং সমাজের, মানুষের মঙ্গল বয়ে আনে না,বরং ক্ষতি সাধন হয়,পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ যখন আর্বিভীত হন তখন কংস,শিশুপাল,জরাসন্ধ, দূর্যোধন এর মতো অত্যাচারীদের বিনাশ করেছিলে নৈতিকতা ও সমাজ, ও মানুষের মঙ্গলের কামনার্থে,তাই বিদ্যা দেরী মা সরস্বতী নিকট আমাদের প্রার্থনা আমাদের অজ্ঞানতা দূর, আলোর পথের জ্ঞান প্রদান করক, -উপরোক্ত মন্তব্যগুলো করেন প্রধান অতিথি বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ।
গত সোমবার সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে ছিল সরস্বতী মায়ের পূজা, আরাধনা, অঞ্জলি প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা রনজয় দাচের সভাপতিত্বে উৎসব দাশের গীতা পাঠের মধ্যে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ -বাগীশিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, উদ্ভোধক ছিলেন মিলন দাশ,মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন দুলাল দাশ,আর্শীবাদক ছিলেন অরুন দাশ,প্রধান বক্তা ছিলেন বাবুল দাশ,স্বাগত বক্তব্য দেন ছোটন দাশ,অভি,সুজন,সুমন,বিশ্বজিৎ, দিপক,হৃদয়, রাজন, নয়ন, জয়, শুভ, প্রবাল, আকাশ, ইমন, রুদ্র, অনিক, পংকজ, অমিত, প্রমিত, রাজদ্বীপ, নিমকান্ত, দুর্জয়, বিজয়, অর্ণব, রমল, নিটু, জীবন।