ঢাকা
খ্রিস্টাব্দ

‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে রণবীরের কাণ্ডে কেঁদে ফেললেন রাশমিকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1046308 জন

  • নিউজটি দেখেছেনঃ 1046308 জন
‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে রণবীরের কাণ্ডে কেঁদে ফেললেন রাশমিকা

‘অ্যানিম্যাল’ ছবির গল্প অনুযায়ী, রণবীর কাপুর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানাকে প্রতারণা করেন। সেই দৃশ্যে রাশমিকার চোখে পানি চলে আসে। তবে শুধু শুটিং নয়, বাস্তবেও রণবীরের কারণে আবেগাপ্লুত হয়েছিলেন রাশমিকা!


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যানিম্যাল’-এর শুটিং চলাকালীন একদিন রাশমিকার নাস্তা একেবারেই ভালো লাগেনি। তিনি নাস্তাটি বিরক্তিকর বলে মন্তব্য করেন। তবে পরদিনই ঘটে এক চমকপ্রদ ঘটনা!


রাশমিকা জানান, ‘পরদিন দেখি রণবীর আমার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেছে। কী মিষ্টি! নিজের রাঁধুনি দিয়ে সেই খাবার বানিয়েছিল সে।’


রণবীরের এই আচরণে অভিভূত হয়ে কেঁদে ফেলেন রাশমিকা। তার মনে হয়েছিল, "সেই একই খাবার এত সুস্বাদু হলো কীভাবে!" এরপর রণবীর কৌতুক করে বলেন, "কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?"


রাশমিকাও হাসতে হাসতে জবাব দেন, "তুমি ভাগ্যবান, তোমাদের একজন দারুণ রাঁধুনি আছে। আমাদের তো সে সুযোগ নেই!" এরপর মজা করে আরও বলেন, "আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর হায়দরাবাদ থেকে ব্যক্তিগত রাঁধুনি রাখতে পারি?"


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ